মো: মেজবা হাসান
I'm Solo Traveler
স্মরণীয় মুহূর্তগুলি
সাধারন একজন মুসাফির আমি, নিজের দুচোখে যা দেখি, আর দশজনকে দেখানোর চেষ্টা করি। এর বাইরে কিছু নয়। এখন পর্যন্ত বাংলাদেশের আনাচে-কানাচে বহু জায়গায় ঘুরেছি, দেখেছি বাংলার অপরূপ সৌন্দর্য, মিশেছি সহজ-সরল আমার প্রাণপ্রিয় দেশের মানুষের সাথে, গন্ধ নিয়েছি বাংলার উর্বর জমিনের। আলহামদুলিল্লাহ পৃথিবী অনেক সুন্দর। শুধু সুদৃষ্টির প্রয়োজন।
- আমার চোখে দেখা সুন্দরগুলি
আগামির পরিকল্পনা
ইচ্ছে আছে মৃত্যু অবধি দুচোখ জুড়ে দুনিয়ারে দেখে যাবো, রেখে যাবো কিছূ ভালো কাজ, যেন পরবর্তী প্রজন্ম ভালো কিছূ পাই।
টাকা কামাবো
দেখেন ভাই এই দুনিয়াই টাকা ছড়া আপনি খুই অসহায়, আপনার কাছে টাকা না থাকলে আনি আপনার কাছেই বিরক্তিকর, দুনিয়ার বাকি মানুষের হিসাব নাহয় নাই করি।
ঘুরবো
আল্লায় হাত, পা, চোখ দিসে দুনিয়াই সব দেখার জন্য, তাই দুনিয়াজুডে শুধু চক্কর কাটি।
মরে যাবো
মরতে তো হবেই, সময় থাকতে সব হিসেবনিকেশ মিলিয়ে নি , আর চলে যান।
একসময়ের সফরসঙ্গি
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো সফরসঙ্গি পেয়েছি সবাই আমার অতিপ্রিয় মানুষ।
যোগাযোগ
ঠিকানা
১/৩, টোলারবাগ, মিরপুর-১, ঢাকা-১২১৬
মুঠোফোন
+৮৮০ ১৯২০ ২৫২৬২০
ই-বার্তা
mesba@prox-emax.com